কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা কাদির জঙ্গল ইউনিয়নে পাঠানপাড়া জমি সংক্রান্ত জেরে আব্দুর রাজ্জাক লেবু মিয়াকে হত্যা করেও শান্ত হয়নি খুনির পরিবার। লেবু মিয়ার নাতি মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার মুন্নাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে খুনির পরিবারের সদস্যরা। মুন্নার পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগী পরিবার।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে পাঠানপাড়া ঈসাখা পল্লী এ সংবাদ সম্মেলন ভুক্তভোগী মুন্না বলেন, গত ১১ মাস আগে আমার দাদাকে কুপিয়ে হত্যা করেছে মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে মোঃ মুস্তাকিম।
এসময় সহযোগী হিসেবে ছিল, রুস্তম মিয়া, মোহাম্মদ রফিক মিয়া, ইসলাম মিয়া ,নওয়াব আলী, হারুন মিয়া, দুলাল মিয়া, কাঞ্চন মিয়া ও ইয়াসিন মিয়া।
ভুক্তভোগী মুন্না আরো বলেন, আমার দাদা কে খুন করার আগে তাদের নামে আমার দাদা করিমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছিল। দাদাকে হত্যা করার পর আমি দাদার জায়গা সম্পত্তি কাগজপত্র এলাকার মুরুব্বীদের নিয়ে তাদের সাথে কথা বলার পর আমাকে ও আমার পরিবারকে প্রাণ নাশের হুমকি দিয়েই যাচ্ছে। আগস্ট মাসের ২৬ তারিখ সন্ধ্যায় কিশোরগঞ্জ শোলাকিয়া আমার উপর হামলা চালায় ১০/১২ দৌড় দিয়ে আমি প্রাণে বেঁচে যাই। হামলাকারীর মধ্য থেকে আমি আমি তিনজনকে চিনতে পেরেছি তারা হলো রফিক মিয়া, হারুন মিয়া,ও বাচ্চু মিয়া।প্রশাসনের কাছে আমি আমার পরিবারের নিরাপত্তা চাই।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে