AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুষ্টিয়ায় মসজিদ উন্নয়নকল্পে সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৩:১০ পিএম, ১ সেপ্টেম্বর, ২০২৫

কুষ্টিয়ায় মসজিদ উন্নয়নকল্পে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার মিরপুরে মসজিদ উন্নয়নকল্পে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া কেন্দ্রীয় মসজিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মসজিদ কমিটির সভাপতি মিজানুর রহমান মজনু বলেন, মসজিদের নিজস্ব অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের অংশে মসজিদসংলগ্ন প্রায় ৩০০ মিটার এলাকায় ইপিল-ইপিল গাছের চারা রোপণ করে একটি বাগান তৈরি করা হয়। পরবর্তীতে ঝড়ে কিছু গাছ ক্ষতিগ্রস্ত হলে এলাকাবাসী ওই গাছগুলো বিক্রি করে এবং প্রাপ্ত অর্থ মসজিদের ক্যাশিয়ারের নিকট জমা রাখেন, যা তিনি অবগত ছিলেন না।

তিনি আরও বলেন, “সাংবাদিকেরা এ বিষয়ে আমার কাছে জানতে চাইলে আমি তখন সঠিক তথ্য দিতে ব্যর্থ হই। পরে এলাকাবাসী ও মসজিদের ক্যাশিয়ারের কাছ থেকে জানতে পারি যে গাছ বিক্রির অর্থ মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করা হয়েছে।”

এ সময় মসজিদ কমিটির সদস্য শফিকুল ইসলাম বাবু, রজব আলী খান, তুহিন আহমেদ, সানোয়ার হোসেন, ফারজুল ইসলাম, আকিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!