AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভয়নগরে জলাবদ্ধতায় চরম ভোগান্তি, ক্ষতিগ্রস্ত চার ইউনিয়নবাসী



অভয়নগরে জলাবদ্ধতায় চরম ভোগান্তি, ক্ষতিগ্রস্ত চার ইউনিয়নবাসী

যশোরের অভয়নগর উপজেলার চারটি ইউনিয়নে (চলিশিয়া, সুন্দলী, পায়রা ও প্রেমবাগ) ভয়াবহ জলাবদ্ধতায় লাখো মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় টানা বর্ষণ ও উজানের পানির চাপে ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ কৃষিজমি ও মাছের ঘের তলিয়ে গেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক ও ঘের মালিকরা। কৃষি জমি ডুবে যাওয়ায় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে মাছের ঘের ভেসে যাওয়ায় মাছ, শ্রমিক ও খাদ্য উৎপাদনকারীরাও মারাত্মক আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, বহু পরিবার কোমরসমান পানিতে ঘর ছেড়ে উঁচু রাস্তার ওপর বাঁশ, টিন ও ত্রিপল দিয়ে বানানো অস্থায়ী আশ্রয়ে গবাদিপশুসহ দিন কাটাচ্ছে। ডুমুরতলার গৌরাঙ্গ সিংহ জানান, “আমাদের সব মাছ ভেসে গেছে, বাড়িঘরেও পানি। পরিবার-পরিজন নিয়ে রাস্তায় থাকতে হচ্ছে।”

অভয়নগর উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ৯টি প্রাথমিক ও ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্লাবিত হয়ে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, এ পর্যন্ত ৬ হাজার ২৩৫ হেক্টর জমি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪০৬ হেক্টর ধান ও ৭০ হেক্টর সবজির জমি রয়েছে। কৃষকের ক্ষতির পরিমাণ প্রায় ৬ কোটি ৭২ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনার আওতায় আনা হবে।

স্থানীয়দের অভিযোগ, টেকা নদী ভরাট হয়ে যাওয়া ও আমডাঙা খালের মুখ বন্ধ হয়ে পানি বের না হওয়ায় এ সংকট দীর্ঘমেয়াদি আকার নিয়েছে। তাদের দাবি, তাৎক্ষণিক ত্রাণ সহায়তার পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা জরুরি।

 

একুশে সংবাদ/য.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!