কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম মতবিনিময় করেছেন।
রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়া ও সাংবাদিক সংগঠনের গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী মোহাম্মদ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, অর্থ বিষয়ক সম্পাদক মাহবুব আলম, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলামিন দেওয়ান, কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন, দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি মো. হুমায়ুন কবির, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. রিয়াদ হোসাইন, দৈনিক বাংলার উপজেলা প্রতিনিধি ওমর আলী মাস্টার, সংবাদ সারাবেলার উপজেলা প্রতিনিধি তাইজুল ইসলামসহ উপজেলায় কর্মরত প্রায় অর্ধশতাধিক গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে