AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিন দফা দাবিতে পবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৫:২৭ পিএম, ৩১ আগস্ট, ২০২৫

তিন দফা দাবিতে পবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বাংলাদেশ কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত তিন দফা দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী সেতুর টোল প্লাজা অবরোধ করেছেন।

রোববার (৩১ আগস্ট) বেলা ১২টায় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে প্রায় এক ঘণ্টা ঢাকা এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ থাকে।

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো:

১। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা।

২।নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া নবম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ না রাখা।

৩।কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না করা শিক্ষার্থীদের ‘কৃষিবিদ’ পদবী ব্যবহার না করার বিধান।

আন্দোলনরত শিক্ষার্থী রেখা তাবাসসুম ও রেজওয়ান হাসান জানান, বিএসসি কৃষিবিদরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাবেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “সার্বিক নিরাপত্তায় ঘটনাস্থলে পুলিশ মোতায়ন ছিল এবং শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছেন। শিক্ষার্থীদের দাবিগুলো যথাযথ মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।”

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!