বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বগী মহাসড়ক সংলগ্ন তার রাজনৈতিক কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করেন।
এফ এম শামীম আহসান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। জনগণের অধিকার আদায়ে লড়াই, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।”
এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ শাহ তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি খ.ম. বদিউজ্জামান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা কৃষকদলের নেতা মশিউর রহমান শফিকসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে