নড়াইলে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তরিকুল ইসলাম (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তিনি সদর উপজেলার পশ্চিম সীমাখালী গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে।
রবিবার (৩১ আগস্ট) রাতে সদর থানার আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামের খেয়াঘাট–হাইওয়ে বাইপাস সড়কের তেমাথা মোড়ে পাকা রাস্তা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদারা খানের (পিপিএম) তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ দাশ ও এএসআই (নিঃ) মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় তরিকুল ইসলামের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ঘটনার পর তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর জানান, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে