রাজধানীতে জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ১০ মিনিটের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু তারা না সরে গেলে সেখানে ব্যাপক লাঠিচার্জ চালানো হয়। এতে নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ, জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে দ্রুত গ্রেপ্তার, বরিশালে জাপা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ীদের শাস্তি এবং গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খানসহ শতাধিক কর্মীর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান।
ছাত্র অধিকার পরিষদের নেতারা ঘোষণা দেন—“যে পথে জাপা যাবে, সে পথে গণঅধিকার পরিষদও আন্দোলন চালিয়ে যাবে।”
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে