AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে ইউনিয়ন আ.লীগ সভাপতি গ্রেপ্তার



রাজবাড়ীতে ইউনিয়ন আ.লীগ সভাপতি গ্রেপ্তার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলি চালানোর মামলায় বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আ. মান্নান মিয়া (৬৫) কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সদর থানাধীন বসন্তপুর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলমান কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এজাহারনামীয় আসামিরা। এ সময় আসামিরা এলোপাতাড়ি গুলি চালালে জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ অনেকেই গুলিবিদ্ধ ও আহত হন।

এ ঘটনায় আহত শিক্ষার্থী মো. জিসান হোসাইন খান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তে বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আ. মান্নান মিয়ার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমানের নির্দেশে এসআই এনায়েত শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!