নরসিংদীর মনোহরদীতে নতুন আঙ্গিকে বিশ্বের সেরা মোটরসাইকেল বাজারজাতকারী প্রতিষ্ঠান হোন্ডার শো-রুম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে মনোহরদী বাসস্ট্যান্ডের মহিলা কলেজের বিপরীত পাশে এ শো-রুম উদ্বোধন করা হয়।
শো-রুমের মালিক মিজানুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোন্ডা কোম্পানির বিক্রয় প্রধান (দক্ষিণ) বিপ্লব সারহার, বিক্রয় বিভাগের প্রধান (দক্ষিণ) এনামুল আরিফ, পরিবেশক উন্নয়ন বিভাগের প্রধান মাহমুদ হাসান মজুমদার, আলভি মাহতাব চৌধুরী, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক, পৌরসভা বিএনপির সভাপতি বদরুল ইসলাম মোল্লা বাবুল, পৌরসভা জামায়াতের আমীর আসাদুজ্জামান নূর, উপজেলা বিএনপির সদস্য কামরুজ্জামান বকুল, মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হারুন অর রশিদ এবং মনোহরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খান প্রমুখ।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে