বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা বিএনপির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লার সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, সাবেক পৌর কাউন্সিলর জাজিউর রহমান রাসেল, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোহন মন্ডল, উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফরিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নানা কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা হবে। তারা আশা প্রকাশ করেন, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন। এ সময় নেতারা উপস্থিত সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে