গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগের বাবা ও চাচার শত্রুতামূলকভাবে বিভিন্ন জাতের উন্নতমানের ২৭টি আমগাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এর আগে একই কৌশলে ওই নেতার বাবার ২০ শতাংশ জমির বেগুন গাছও কেটে ফেলা হয়েছিল।
এভাবে একের পর এক অমানবিক ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এনসিপি নেতা নাজমুল হাসানের বাবা কৃষক আব্দুর রহমান ওই গ্রামের বাসিন্দা।
তিনি জানান, “আমরা দুই ভাই মিলে প্রায় ৪ বছর আগে ৭ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে উন্নতমানের ২৭টি আমগাছের চারা রোপণ করি। সবসময় সেগুলোর পরিচর্যা করেছি। ঘটনার রাতে শত্রুতামূলকভাবে সব গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। গাছগুলো অনেক যত্নে বড় করছিলাম, ইতিমধ্যে মুকুল আসা শুরু করেছিল। এগুলো নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু এক রাতেই সব স্বপ্ন শেষ হয়ে গেল।”
এ বিষয়ে জানতে চাইলে এনসিপি নেতা নাজমুল হাসান সোহাগ ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কারো কোনো ক্ষতি করিনি। অথচ আমাদের বারবার এভাবে ক্ষতি করা হচ্ছে। কয়েকদিন আগে রাতের আঁধারে ২০ শতাংশ জমির বেগুন কেটে ফেলা হয়েছে, আর এবার আমবাগান ধ্বংস করা হলো। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে বিচারের আওতায় আনা হবে।”
একুশে সংবাদ/প্র.প্র/এ.জে