গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি রাফেজা বেগম (৬৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়ক থেকে আটক হন।
রাফেজা বেগমকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা সড়কে গাছ ফেলে বিক্ষোভ চালান, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় ১ শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়। এ পর্যন্ত ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে; বাকি আসামীদের খোঁজ চলছে।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, রাফেজা বেগমকে মামলার অজ্ঞাত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে