AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জের এসিয়ান হাইওয়ে সড়কে সন্ধ্যার পর বেড়েছে ডাকাতের উপদ্রব



নারায়ণগঞ্জের এসিয়ান হাইওয়ে সড়কে সন্ধ্যার পর বেড়েছে ডাকাতের উপদ্রব

নারায়ণগঞ্জের গাজীপুর–চট্টগ্রাম এসিয়ান হাইওয়ে সড়কে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে। রূপগঞ্জের গোলাকান্দাইল ব্রিজ থেকে সোনারগাঁও বস্তল পর্যন্ত প্রতিদিন ডাকাতি বা চুরির মতো ঘটনা ঘটছে।

স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর থেকে ডাকাতির উপদ্রব আরও বেড়েছে। প্রশাসনের টহল থাকা সত্ত্বেও ডাকাতেরা সহজেই অপকর্ম চালাচ্ছে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এতে দূরপাল্লার বাসসহ সাধারণ যানবাহনের চালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এলাকার ব্যবসায়ী মো. জহির মিয়া জানান, “আমি বিকাশ ব্যবসা করি সাইদুল মার্কেটে। সম্প্রতি সন্ধ্যায় দোকান বন্ধ করে প্রায় চার লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ডাকাতেরা আমাকে মারণাস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে সর্বস্ব ছিনিয়ে নেয়। এখন তো জীবন নিয়েই আতঙ্কে আছি।”

এছাড়া, গত ২৫ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১২:৩০ টার দিকে পেচাইন ব্রিজে দুই ঘণ্টার মধ্যে বিভিন্ন যানবাহন আটকে চালকদের মারধর ও ডাকাতি করা হয়। গোলাকান্দাইল, পাকুন্দা, বালিয়া পাড়া, পাকুন্দা এসিয়ান হাইওয়ে ব্রিজ, পারহাউজ ও শিংলাব ব্রিজ এলাকায় সবচেয়ে বেশি ডাকাতির ঘটনা ঘটছে। সাধারণত সন্ধ্যা ৮টার পর থেকে ডাকাতি শুরু হয়।

ডাকাতদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকায় কেউ তাদের সামনাসামনি যেতে সাহস পায় না। এ কারণে এলাকাবাসী অনিরাপত্তায় ভুগছে এবং দূরপাল্লার ভারী যানবাহনের চলাচলও কমে গেছে।

এ পরিস্থিতি চলতে থাকলে সড়কটি ডাকাতদের আক্রমণের জায়গা হিসেবে পরিণত হবে। এলাকাবাসী প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন, ডাকাতদের বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!