ফরিদপুরের সালথায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা মো. জাহিদুর রহমান চুন্নুর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা নেতার ৪টি বসতঘর ভেঙে প্রায় গুঁড়িয়ে দেন। এ সময় অন্তত ৫ জন আহত হন।
ঘটনা বুধবার (২৭ আগস্ট) ভোরে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামের ভরপাড়া এলাকায় ঘটে। আহতদের মধ্যে রয়েছে বিএনপি নেতা জাহিদুর রহমান, তার স্ত্রী জাহানারা বেগম, ছোট ভাই শাহিদুর রহমান মুন্নু, ভাতিজা বদিউর রহমান ও ছোট ভাইয়ের স্ত্রী নিপা বেগম। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জাহিদুর রহমান অভিযোগ করেন, তাদের বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী মো. কাউছার কাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে হাসান কাজীর নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় কিন্তু হামলাকারীদের আর কাউকে পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

