AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে রহিমা-ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি



উজিরপুরে রহিমা-ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় রহিমা-ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় হস্তিশুন্ড মোড়াকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, ঔষধী ও বনজ চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ও বামরাইল ইউনিয়ন প্রশাসক মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি তারিখ বিন হক সবুজ মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ কবির হাসান শাহীন ও আব্দুল আজিজ, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ রিপন এবং সদস্য মোঃ কালাম মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নাসির উদ্দিন।

বক্তৃতা করেন মোঃ নুরুল ইসলাম মোল্লা। তিনি ফাউন্ডেশনের অতীত কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং কর্নেল আনোয়ার হোসেনের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন ও সামাজিক উন্নয়নের জন্য তাঁর অবদানকে দেশের জন্য অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।

ফাউন্ডেশন ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নিয়মিতভাবে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে গৃহনির্মাণ সহায়তা, শিক্ষা ও চিকিৎসা সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম। এ বছরের বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ ও জলবায়ু রক্ষায় এক প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ফাউন্ডেশনের এ আয়োজন আগামী প্রজন্মকে প্রকৃতিপ্রেমী, পরিবেশবান্ধব ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার এক মহৎ প্রয়াস হিসেবে এলাকাবাসী মূল্যায়ন করেছেন।

 

একুশে সংবাদ/ব.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!