ময়মনসিংহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জেলা কার্যালয়ে অগ্নি-নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপারসহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ফোর্স সদস্য, আশপাশের দোকানদার ও স্থানীয় জনগণ। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অগ্নিকাণ্ডের সময় নিরাপদে অবস্থান, জীবন রক্ষার জন্য তাৎক্ষণিক করণীয় এবং অগ্নি নির্বাপনের কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও বাস্তবভিত্তিক প্রদর্শনী ও অংশগ্রহণমূলক অনুশীলনের মাধ্যমে কর্মকর্তাবৃন্দ ও ফোর্স সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে।
পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ের পক্ষ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের আশাবাদ প্রকাশ করা হয়।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে