ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে সংরক্ষিত বনভূমি থেকে প্রায় শতাধিক আকাশমণি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। প্রায় ১৮ থেকে ২০ বছর বয়সি ওই গাছগুলো কেটে নিলেও রহস্যজনক কারণে বনবিভাগ এখানো কোন ব্যবস্থা নেয়নি। এতে উজাড় হতে চলেছে দু’টি বিশাল চালা। ঘটনাটি উপজেলার ভালুকা রেঞ্জের আওতায় হবিরবাড়ি খন্দকার পাড়া এলাকায়।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভালুকা রেঞ্জের আওতায় হবিরবাড়ি মৌজায় বনের গেজেটভুক্ত সিএস-৭৭৮ নম্বর দাগে খন্দকার পাড়া মোড়ের উত্তর পাশে মনোর ভিটা ও সদুর খিলা ভিটায় গত এক সপ্তাহে রাতের আঁধারে আকাশমণি ছোট বড় প্রায় শতাধিক গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এমনকি প্রায় প্রতি রাতেই সংরক্ষিত বনভূমি থেকে গাছ কাঁটার ফলে ওই চালা দু’টি বিরান ভূমিতে পরিণত হতে চলেছে। এতে বন্যপ্রাণীও হুমকির মুখে পড়ছে।
স্থানীয়রা জানান, "ওই দু’টি চালার পাশে বেশ কিছু নিচু জমি একটি কোম্পানী কিনে নিয়েছে এবং স্থানীয় একটি প্রভাবশালী সঙ্ঘবদ্ধ চক্র চাইছে চালা দু’টি গাছ শূণ্য করে ওই কোম্পানীর হয়ে সীমাণাপ্রাচীর নির্মাণ করে দিতে। আর পরিকল্পিত ভাবেই রাতের আঁধারে চালা দু’টি থেকে বিশাল আকারের আকাশমনি গাছগুলো কেটে নেয়া হচ্ছে এবং গাছ চুরির সাথে বাগান রক্ষনাবেক্ষনের দায়িত্বে থাকা কতিপয় লোকও জড়িত রয়েছে।"
স্থানীয় আব্দুল কাইয়ুমের ছেলে রকিব ও ইয়াকুব আলীর ছেলে জুলহাস মিয়া জানান, "ওই সব জমি তাদের বাপ দাদাদের নামে আরওআর রয়েছে। তারপরও বনবিভাগের লোকজন জোড়পূর্বক গাছ লাগিয়েছে। তাদের নামেও ওইসব গাছ রক্ষণাবেক্ষনের জন্য প্লট রয়েছে। কিন্তু রাতের আঁধারে গাছগুলো চুরি করে নিয়ে যাচ্ছে একটি চক্র।"
ভালুকায় সংরক্ষিত বনভূমি থেকে গাছ কেটে ফেলায় বন বিভাগের ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশীদ বলেন, "বৃক্ষ মেলা নিয়ে ব্যস্ত থাকার কারণে গাছ চুরি বিষয়ে কোন খবর নিতে পারেননি। লোক পাঠিয়ে খোঁজ নিয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।"।"
ময়মনসিংহের (দক্ষিণ) ভালুকা অঞ্চলের সহকারী বন সংরক্ষক (এসিএফ) সাদেকুল ইসলাম জানান, "খোঁজ নিয়ে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।"
একুশে সংবাদ/ম.প্র/এ.জে