চুয়াডাঙ্গার জীবননগরে ৯ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর পৌর শহরের থানা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের মৃত মজিদ মন্ডলের ছেলে ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মাহাবুল হোসেন (৩৬), আইয়ুব আলীর ছেলে মইরোদ্দি (৩৭) এবং ইসরাফিলের ছেলে রিকাত আলী (৫২)।
পুলিশ জানায়, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেনের নেতৃত্বে এসআই রাসেল, এএসআই জসিম ও সঙ্গী ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান। এ সময় মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯ বোতল ফেনসিডিল ও একটি পালসার মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়।
জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে