গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোভ্যান মহাসড়ক পার হওয়ার সময় পান্তাপাড়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে বগুড়াগামী একটি অজ্ঞাতনামা মিনি ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অটোভ্যান চালকসহ আরও দুইজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন—দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভার চাম্পাতলী গ্রামের ইনছের আলীর ছেলে হামিদুল ইসলাম এবং নবাব আলীর ছেলে রকি (২৮)। তারা দুজনেই একই এলাকার বাসিন্দা। আহতরা হলেন অটোভ্যান চালক রবিউল ইসলাম ও যাত্রী আব্দুল বাকী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং নিহত দুজনের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে