ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৭নং রামপুর ইউনিয়নের মারুয়াকান্দি গ্রামে বজ্রপাতে নিহত মরহুম শাহ আহাম্মদ ফকিরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের মাঝে আর্থিক অনুদান তুলে দেন।
বিএনপির নেতা মোতাহার হোসেন তালুকদার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই আর্থিক অনুদান পরিবারের কাছে প্রদান করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম শহীদ, গালাগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সোহাগ মিয়া এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে