AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বিভিন্ন দপ্তরে চিঠি প্রেরণ

অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ



অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ

অবৈধ বালু উত্তোলন বন্ধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা সহ কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি), শ্রীমঙ্গল সেনা ক্যাম্প কমান্ডার, শ্রীমঙ্গল থানা ও সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি অফিস শ্রীমঙ্গল সদর/লাহারপুর/ভূনবীর, ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও দপ্তরে চিঠি প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, উপজেলায় মোট ২৬টি সাধারণ সিলিকা বালুমহাল রয়েছে। এর মধ্যে ৬টি বালুমহাল ইজারাধীন এবং ২০টি ইজারাবিহীন। ইজারাধীন বালুমহালগুলো হলো: জৈনকাছড়া, জাগছড়া (পশ্চিম অংশ), সুমইহুড়া, নারায়ণছড়া, বৌলাছড়া এবং বড়ছড়া। এছাড়া উপজেলায় সর্বমোট ২টি সাধারণ বালুমহাল রয়েছে। এর মধ্যে ১টি গোপলাছড়া বালুমহাল ইজারাধীন এবং শিয়ালছড়া বালুমহাল ইজারা বন্দোবস্ত প্রদানের প্রক্রিয়াধীন আছে। চিঠিতে এই ইজারাকৃত বালুমহালসমূহে অবৈধভাবে বালু উত্তোলন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।

নির্বাহী অফিসারের কার্যালয় থেকে পাঠানো চিঠির অনুলিপি সদয় অবগতির জন্য সিলেট বিভাগীয় কমিশনার, মৌলভীবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি প্রেরণ করা হয়েছে সহকারী কমিশনার (ভূমি) শ্রীমঙ্গলকে (অবৈধভাবে বালু উত্তোলন রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অনুরোধসহ), ক্যাম্প কমান্ডার, সেনা ক্যাম্প, শ্রীমঙ্গল পৌরসভাকে (নিয়মিত অভিযান পরিচালনার অনুরোধসহ), অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানাকে (অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধসহ), অফিসার ইনচার্জ, হাইওয়ে পুলিশ, শ্রীমঙ্গলকে (অবৈধ বালু পরিবহনে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের অনুরোধসহ), ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানকে (উপজাতীয় বালুমহাল থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবস্থা গ্রহণ এবং গ্রাম পুলিশ নিয়োগের মাধ্যমে তদারকি নিশ্চিত করার জন্য অনুরোধসহ), ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের (অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে নিয়মিত তদারকির জন্য গ্রাম পুলিশ মোতায়েন নিশ্চিত করার অনুরোধসহ), এবং সভাপতি/সম্পাদক ও সমিতির সদস্যগণকে অবৈধ বালু পরিবহন রোধে অনুরোধ করা হয়েছে। ইউএনও ইসলাম উদ্দিন জানান, এরপরও যদি কেউ অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন বলেন, শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন কিংবা ইজারাকৃত বালুমহাল থেকে বালু উত্তোলনপূর্বক যত্রতত্র ডাম্পিং-এর বিরুদ্ধে ইতোমধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সকল ইউনিয়নের সম্ভাব্য অবৈধ বালু উত্তোলনের স্থানসমূহে লাল পতাকা ও বাঁশের ব্যারিকেডের মাধ্যমে ট্রাক চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ইজারাকৃত বালুমহাল থেকে কেউ যেন অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে, সেজন্য সহকারী কমিশনারসহ সরকারি বিভিন্ন দপ্তরে চিঠির মাধ্যমে নিয়মিত তদারকি জোরদার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকনের নেতৃত্বে উপজেলার সিন্দুরখান ইউনিয়নসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর উপস্থিতিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইজারাকৃত বালুমহালসমূহে অভিযান পরিচালনা করে আনুমানিক ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

নদী, পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা এবং কৃষি জমি সুরক্ষার স্বার্থে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ মেনে চলার জন্য উপজেলার সব জনসাধারণকে অনুরোধ জানিয়েছেন ইউএনও।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!