AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৬:২৫ পিএম, ২৫ আগস্ট, ২০২৫

পবিপ্রবিতে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) অর্থ ও হিসাব বিভাগের ক্যাশ ফান্ড অ্যান্ড পেনশন সেলের উপ-পরিচালক মো: রাজিব মিয়া এবং ল্যাব অ্যাটেনডেন্ট আবু সালেহ মো: ঈসাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

এই আদেশ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে ২১ আগস্ট জারি করা হয়। বরখাস্তের কারণ হিসেবে নিরীক্ষা প্রতিবেদন ও তদন্ত কমিটির প্রতিবেদনে আর্থিক অনিয়মের অভিযোগ উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখা সূত্র জানায়, ২০১১ সাল থেকে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জিপিএফ তহবিল থেকে মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয়ের জন্য লোন কার্যক্রম চালু ছিল। নিয়মিত কিস্তি পরিশোধ করা হলেও, ওই শাখার দায়িত্বশীল উপ-পরিচালক এবং কর্মচারী ব্যাংকে জমা না দিয়ে অর্থ আত্মসাৎ করেছিলেন।

পরবর্তীতে অভ্যন্তরীণ অডিট সেলের অনুসন্ধানে এ অনিয়ম ধরা পড়লে অভিযুক্ত কর্মকর্তা ও কর্মচারী নিজেদের ভুল স্বীকার করেন এবং ইতোমধ্যে ৩২ লাখ টাকা ফেরত দিয়েছেন।

প্রসঙ্গত, ১৭ আগস্ট পটুয়াখালী জেলা দুদক অফিসের সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি টীম বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছিলেন।

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!