AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাবিতে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের তালাবদ্ধ আন্দোলন


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:৫৫ পিএম, ২৫ আগস্ট, ২০২৫

রাবিতে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের তালাবদ্ধ আন্দোলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে পরীক্ষার ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা ও এক শিক্ষকের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে তালাবদ্ধ কর্মসূচি পালন করেছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

সোমবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। এতে বিভাগীয় প্রধান, সহকারী প্রক্টর ও পরীক্ষা কমিটির সভাপতি মুহা. বেলাল হুসাইনসহ কয়েকজন শিক্ষক ভেতরে আটকা পড়েন। পরে দুপুর আড়াইটার দিকে দাবি পূরণের আশ্বাস দিলে তালা খুলে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন সেমিস্টারের ফলাফল প্রকাশে অস্বাভাবিক দেরি হচ্ছে। কোনো সেমিস্টারে ৭ মাস, আবার কোনো সেমিস্টারে ৩ থেকে ৪ মাস পর্যন্ত সময় লেগেছে। চলতি সেমিস্টারের ফলও তিন মাস ধরে প্রকাশ করা হয়নি, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে অনিশ্চয়তা তৈরি করছে।

আন্দোলনকারীরা জানান, ফল প্রকাশ নিয়ে বারবার পরীক্ষা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করলেও কার্যকর কোনো পদক্ষেপ পাওয়া যায়নি। বরং আজকের আলোচনায় সহকারী প্রক্টর তাঁদের সঙ্গে অসদাচরণ ও হুমকি দেন।

চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়েছেন-
১. আটকে থাকা চতুর্থ বর্ষের ফলাফল দ্রুত প্রকাশ করতে হবে।
২. আগামী ১১ সেপ্টেম্বর নির্ধারিত পরীক্ষা সময়মতো নিতে হবে।
৩. প্রতিটি পরীক্ষার ফল সর্বোচ্চ এক মাসের মধ্যে প্রকাশ করতে হবে।
৪. শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও হুমকির ঘটনায় প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও সুষ্ঠু তদন্ত করতে হবে।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহাদী হাসান বলেন, “আমাদের একাধিক সেমিস্টারের ফলাফল প্রকাশে অস্বাভাবিক দেরি হয়েছে। তিন মাস ধরে বর্তমান সেমিস্টারের ফলও আটকে আছে। সমাধানের জন্য বারবার কথা বললেও কোনো ফল পাইনি।”

অন্য শিক্ষার্থী আল-ফাহাদ বলেন, “ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর উল্টো হুমকি দেন। তিনি বলেন-‘আমি চাইলে তোমরা ফলাফল নিয়ে বের হতে পারবে না।’ এরই প্রতিবাদে আজকে আমরা তালা দিতে বাধ্য হয়েছি।”

এ বিষয়ে সহকারী প্রক্টর মুহা. বেলাল হুসাইন বলেন, “শিক্ষার্থীরা আজই ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে। তবে কিছু কোর্সের ফলাফল এখনো হাতে আসেনি বলে বিলম্ব হচ্ছে। শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা হয়েছে, আগামী সপ্তাহেই ফল প্রকাশ করা হবে।”  

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!