ঠাকুরগাঁও জেলায় একদিনে ট্রেন দুর্ঘটনা, পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় তিনজন এবং শ্বাসরোধে হত্যা করে এক গৃহবধূসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ আগস্ট) জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় এসব ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ারে আলম খান জানান, সকাল ১১টার দিকে সদর উপজেলার কাজীপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় আজাদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়। পঞ্চগড় থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদ গড়েয়া ইউনিয়নের বাগেরহাট মিলনপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে। তিনি রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন, এ সময় পিছন দিক থেকে ট্রেন এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রানীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, দুপুরে উপজেলার উত্তরগাঁও গ্রামে কুলিক নদীতে ডুবে শাহান হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়। একই দিন দুপুরে রানীশংকৈল-নেকমরদ সড়কের কুমারগঞ্জ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
এদিকে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, সকালে উপজেলার কোষামন্ডলপাড়া থেকে লামিয়া আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ রয়েছে, পারিবারিক কলহের জেরে স্বামী বাদল ইসলাম ও শ্বশুরবাড়ির লোকজন মিলে তাকে শ্বাসরোধে হত্যা করেছে। নিহতের পিতা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় স্বামী বাদল ইসলামকে গ্রেপ্তার করেছে।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে