বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর নির্দেশে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাকু কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে লিখিত জবাব জমা দিতে হবে।
এর পাশাপাশি জেলা যুবদল নেতৃবৃন্দের দিক নির্দেশনা অবহেলা করে রসুলপুর ইউনিয়ন যুবদলের অগঠনতান্ত্রিক কমিটি গঠন করার কারণে সেই কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্রু বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএনপি ও তার সহযোগি সংগঠন একটি সুশৃঙ্খল দল। সাংগঠনিক বিরোধী কাজে যে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/গা.প্র/এ.জে