AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান



মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে মূল্যায়ন, সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দেবালা চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ।

জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিনে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের মাধ্যমে পোনা অবমুক্তকরণ করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে মৎস্যজীবীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষী মোঃ মনিরুল ইসলাম এবং সাঁতার প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “স্থানীয় জেলেসহ মাছ উৎপাদনকারীদের দেশীয় মাছ চাষে উদ্বুদ্ধ করতে হবে। কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল ব্যবহারের কারণে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য অবৈধভাবে মাছ ধরা বন্ধ করতে হবে।”

উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, প্রজনন মৌসুমে মাছ রক্ষায় গত তিন মাসে অবৈধ জাল ব্যবহার রোধে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/গো.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!