চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ আম জনগণপার্টি জেলা শাখার নেতারা সাক্ষাৎ করেছেন। রোববার দুপুরে জেলা নির্বাচন অফিসে দলটির জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার পর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন।
সভায় রবিউল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, “দলটির জেলা শাখার পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হয়েছে। নির্বাচন কমিশনার কাগজপত্রগুলো যাচাই-বাছাই করে দলটিকে সহযোগিতা করবেন। নতুন রাজনৈতিক দল ও নতুন ধারার রাজনীতি নিয়ে বাংলাদেশে আমাদের লক্ষ্য নতুন ধারার রাজনীতি চালু করা। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসে জনগণের সঠিক প্রতিফলন ঘটাতে পারেনি। তাই বাংলাদেশ আম জনগণপার্টি নতুন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রাজনীতি শুরু করেছে। সাধারণ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এই দল।”
এসময় উপস্থিত ছিলেন দলের জেলা সদস্য সচিব জহুরুল ইসলাম, সদস্য আব্দুর রউফ, কাইউম হোসেন, সাফিউল ইসলাম (সেলিম), এ. এইচ. এম. খালেদ ইবনে শামস, শহিদুল ইসলাম, ওবায়দুল ইসলাম, নাসিরুল ইসলাম, সামিরুল ইসলাম, এরশাদ আলী, আলাউদ্দিন প্রবীর কুমার, জাকির হোসেন, আব্দুল কাদের, আহসান আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে