AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে বরখাস্ত এসআইকে গণপিটুনির পর পুলিশের কাছে হস্তান্তর


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০২:০৭ পিএম, ২৪ আগস্ট, ২০২৫

রাজশাহীতে বরখাস্ত এসআইকে গণপিটুনির পর পুলিশের কাছে হস্তান্তর

রাজশাহীতে বরখাস্ত হওয়া পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসানকে (৩৫) জনতার হাতে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে নগরের হজোর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হাসানের বিরুদ্ধে নিরীহ মানুষকে হয়রানি, ভয় দেখিয়ে টাকা আদায় ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন-নিপীড়নের অভিযোগ রয়েছে। গণপিটুনির ফলে হাসান রক্তাক্ত অবস্থায় ছিলেন। ঘটনাস্থলে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার এবং ছাত্রশিবিরের সাবেক মহানগর সভাপতি খাইরুল ইসলাম উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করেন।

জসিম উদ্দিন বলেন, “মাহবুব হাসান বহু বিএনপি ও জামায়াত নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও আহত করেছেন। জনগণ ও রাজনৈতিক নেতারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের কাছে তাকে হস্তান্তর করেছেন। আগামীতে আদালতের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ২০১৩ সালে তিনি পুলিশের এসআই পদে নিয়োগপ্রাপ্ত হন এবং পরে নগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) যোগ দেন। চাকরিজীবনে তার বিরুদ্ধে বহু অভিযোগ ওঠে। স্থানীয়রা জানান, হাসান ছাত্রলীগে থাকাকালীন সময় থেকেই রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিরোধী ও সাধারণ মানুষকে হয়রানি করতেন।

বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “হাসানের বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির এক মামলা আছে। তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। অন্য মামলায় প্রমাণ পাওয়া গেলে পরবর্তীতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, মাহবুব হাসান সর্বশেষ নগর ডিবিতে কর্মরত ছিলেন এবং বর্তমানে বরখাস্ত হয়েছেন।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!