ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল সভা কক্ষে সভাটি হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির তত্বাবধায়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সমিতির নব নির্বাচিত সভাপতি জাহিদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, এ্যাড. ইকরামুল হক, সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, সহ-সভাপতি বাবলুর রশিদ, সদস্য রুহুল আমীন ও ফেরদৌসী বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা ও ইত্তেশাম উল হক মিমসহ আরও অনেকে।
সভায় তত্বাবধায়ক কমিটি নব নির্বাচিতদের কাছে দুই বছরের জন্য পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির দায়িত্ব হস্তান্তর করেন।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে