রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (২৩ আগস্ট ) সকাল ১১টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভে অংশ নেন ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী জিহাদ, সিভিল টেকনোলজি বিভাগের শিক্ষার্থী জাকির, সিভিল বিভাগের নীড় ও মেকানিক্যাল বিভাগের রাহিদ হোসেনসহ আরও অনেকে।
শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগের ক্ষেত্রে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) বিএসসি ইঞ্জিনিয়ারদের করা অযৌক্তিক রিট অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বক্তারা অভিযোগ করেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার বারবার উপেক্ষা করা হচ্ছে। এ পরিস্থিতি চলতে থাকলে তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হবেন। তারা ঘোষণা দেন, “রিট প্রত্যাহার না হলে আমরা রাস্তায় নেমে ব্লক, বিক্ষোভসহ কঠোর আন্দোলন করব।”
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগে বাধা দূর করা।
২. চাকরিক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্যমূলক নীতি বাতিল করা।
৩. শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ নিশ্চিত করা।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

