চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের তালুকদার পাড়ার হাফেজ আহম্মদের ছেলে মো. সোহেল (৩৩) বিপুল পরিমাণ দেশি তৈরি মদসহ গ্রেপ্তার হয়েছেন। সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে।
শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে করলডেঙ্গা ইউনিয়নে চেয়ারম্যানের সহযোগিতায় বোয়ালখালী কালাইয়ার হাট আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালান। এ সময় ৪৯০ লিটার দেশি মদ ও মদ বহনকারী একটি সিএনজি জব্দ করা হয়। সিএনজি চালক মো. সোহেলকেও আটক করা হয়।
বোয়ালখালী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. রাসেল প্রধান জানান, বেশ কয়েকদিন ধরে একটি চক্র এই এলাকায় মদের ব্যবসা চালিয়ে আসছে। পুরো চক্রটিকে ধরতে সেনাবাহিনী তৎপর রয়েছে।
জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে