AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫

পার্বতীপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মো. সায়েমের স্বর্ণপদক লাভ



পার্বতীপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মো. সায়েমের স্বর্ণপদক লাভ

মৎস্য সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও সম্প্রসারণে অসামান্য অবদান রাখায় দিনাজপুরের পার্বতীপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মো. সায়েম জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫-এ স্বর্ণপদক অর্জন করেছেন।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে এ স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বর্ণপদক তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, মৎস্যচাষী, উদ্যোক্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে স্বর্ণপদক, সনদপত্র ও অর্থের চেক প্রদান করা হয়।

আবু জাফর মো. সায়েম ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক মো. ওয়াহেদ আলী প্রামাণিক ও রোজিনা বেগমের জ্যেষ্ঠ সন্তান। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। শিক্ষাজীবনে তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৪ সালে এসএসসি, ২০০৬ সালে সান্তাহার সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজে বিএসসি এবং একুয়াকালচারে এমএস ডিগ্রি অর্জন করেন। ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি পার্বতীপুরে সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৪ সালে তাঁর উদ্যোগে পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনি বিলে অবস্থিত মৎস্য অভয়ারণ্যকে স্বয়ংক্রিয় অ্যালার্মযুক্ত সোলার সিস্টেম স্মার্ট ক্যামেরার মাধ্যমে “মডেল এআই মৎস্য অভয়ারণ্য”তে রূপান্তর করা হয়। এই ক্যামেরা আইওটি প্রযুক্তির মাধ্যমে অভয়ারণ্যকে সার্বক্ষণিক মনিটরিং করতে সক্ষম হয়েছে। ফলে বিলুপ্তপ্রায় দেশি সরপুঁটি, জাত পুঁটি, তিতপুঁটি, কাকিলা, চান্দা, চেলি, গচি, রাণী, মেনি ও চ্যাংসহ বিভিন্ন মাছের প্রজাতি পুনরায় বৃদ্ধি পেতে শুরু করেছে। এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে রংপুর বিভাগের ১১টি অভয়ারণ্যে এআই ক্যামেরা সিস্টেম চালু করা হয়েছে।

এই অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫-এ স্বর্ণপদক প্রদান করা হয়েছে। ভবিষ্যতে আরও নতুন উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

 

একুশে সংবাদ/দি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!