কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের শারীরিক প্রতিবন্ধী রবিউল ইসলামের একমাত্র জীবিকার ভ্যান চুরি হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে দুঃখ ও ক্ষোভের ছায়া। শুক্রবার জুম্মার নামাজের আগে উপজেলার ভেতর থেকে ভ্যানটি চুরি হয় বলে জানা গেছে।
শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও রবিউল কারো কাছে হাত না পেতে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে তিনি চরম বিপাকে পড়েছেন।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন তার ফেসবুক পোস্টে লিখেছেন, “রবিউলের ভ্যান চুরির বিষয়টি খুবই দুঃখজনক। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি কারো কাছে হাত না পেতে নিজে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন। এ বিষয়ে ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে। তিনি আন্তরিকতার সাথে বিষয়টি দেখবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রবিউলকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
বিষয়টি নিয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং রবিউলের ভ্যান দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/য.প্র/এ.জে