মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূলে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের সচেতন এলাকাবাসীর উদ্যোগে আশিদ্রোন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম। ৬ নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মকসুদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক, মৌলভীবাজার জেলা এনসিপর যুগ্ম সমন্বয়ক মো. নিলয় রশিদ তন্ময়, আশিদ্রোন ইউনিয়ন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন মো. মোজাম্মেল হক তছকির, মো. ফুল মিয়া, মো. জিলাল আহমদ, মাওলানা বুরহান উদ্দিন এবং মো. আরিফ বকস।
সভায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “মাদক একটি নীরব ঘাতক। এটি একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার মোক্ষম অস্ত্র। মাদকের ভয়াবহ অভিশাপ থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।”
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে