বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পূর্ব সাতলা জনতা বাজার এলাকায় প্রবাসী পরিবারের স্ত্রীর ওপর ধর্ষণের চেষ্টার সময় বাধা দেওয়ায় আহত হয়ে মারা গেছেন মধুমালা মন্ডল (৫৫) নামে এক সংখ্যালঘু বৃদ্ধা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট রাতে জনতা বাজারের দোকানি মো. মনির ওই প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় মধুমালা মন্ডল বাধা দিলে মনির তাকে লাথি মারে ও শ্বাসরোধ করার চেষ্টা করে। একই সঙ্গে প্রবাসীর স্ত্রীর গালে কামড় বসিয়ে আহত করে। স্থানীয়রা মধুমালাকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও দরিদ্র পরিবার অর্থের অভাবে তাকে বাড়িতে নিয়ে আসে। ২১ আগস্ট রাতে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন মৃতার ছেলে দিলীপ মন্ডল।
এ ঘটনায় নিহতের ছেলে থানায় অভিযোগ করলে উজিরপুর মডেল থানা অপমৃত্যুর মামলা দায়ের করে। তবে স্বজনদের অভিযোগ—এটি হত্যা, অথচ প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
এদিকে স্থানীয় দোকান মালিক মোহাম্মদ আরিফ মোল্লা জানান, প্রবাসীর স্ত্রীর ডাকচিৎকার শুনে তিনি ছুটে গিয়ে মনিরের বিরুদ্ধে ঘটনার প্রমাণ পান এবং পরদিন তাকে দোকান থেকে তাড়িয়ে দেন। পরে বিএনপি নেতা কাঞ্চন মোল্লা ও মনিরের ভগ্নিপতি শাহাদাত বিশ্বাস দলবল নিয়ে এসে তার দোকান জোরপূর্বক খুলে দেয় ও ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করে।
ঘটনার পর থেকে অভিযুক্ত মনির ও তার পরিবার পলাতক রয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/ব.প্র/এ.জে