ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিএনপির দুই নেতাকে হত্যা চেষ্টা মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টায় চরফ্যাশনের একটি চাইনিজ রেস্টুরেন্টে দক্ষিণ আইচা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের মাষ্টার লিখিত বক্তব্যে জানান, চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন নামের এক সন্ত্রাসী ১৭ আগস্ট দুপুরে দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ড মোড়ে প্রকাশ্যে বিএনপির সাবেক সভাপতি ও চরমানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মো. রেজাউল করিম খন্দকার এবং তাকে ধারালো বগি দিয়ে কোপাতে চেষ্টা করে। মারাত্মক জখম অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
তিনি আরও জানান, ঘটনার পর ১৮ আগস্ট অভিযুক্ত আবুল হোসেনসহ ৯ জনের নামীয় ও অজ্ঞাত ১০–১৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। তবে পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও আসামীদের গ্রেফতার করতে পারেনি। অভিযোগে বলা হয়, আসামীরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং ২০ আগস্ট দক্ষিণ আইচা বাজারে প্রতিবাদ সভার আয়োজন করে প্রভাষক রেজাউল করিম খন্দকারকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায় হত্যাচেষ্টা ও চরিত্রহানির পরিকল্পনা করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানার সাবেক সহ-সভাপতি আবুল বশার হেলালি, চরমানিকা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মুন্সি, শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন মুন্সী, সাধারণ সম্পাদক সেকান্তর পাটোয়ারী, ওয়ার্ড বিএনপি নেতা মোস্তফা শেখ, যুবদল নেতা সিরাজ ফরাজী প্রমুখ।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান, হামলাকারী আবুল হোসেনকে চিহ্নিত করা হয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার হলে ঘটনার সাথে জড়িত অন্যদেরও শনাক্ত করা সম্ভব হবে।
একুশে সংবাদ/ভো.প্র/এ.জে