AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে যানজট নিরসনে অংশীজনের সমন্বয়ে আলোচনা সভা



সাদুল্লাপুরে যানজট নিরসনে অংশীজনের সমন্বয়ে আলোচনা সভা

গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে যানজট নিরসনের উদ্দেশ্যে উপজেলা প্রশাসনের সাথে অংশীজনদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার, উপজেলা প্রকৌশলী মো. মেনাজ, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, বনিক সমিতির সভাপতি স্বপন, রিপোর্টার্স ক্লাব সভাপতি শহিদুল হক প্রমুখ। এছাড়া জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে যানজট নিরসনে তাদের মতামত প্রদান করেন।

বক্তারা বলেন, বর্তমানে সাদুল্লাপুরে যানজট নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। এতে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগীসহ সব শ্রেণির মানুষ মানসিক অস্বস্তি, সময় ও অর্থের অপচয় এবং নানা দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে সাদুল্লাপুর চারমাথা ও ধাপেরহাট আন্ডারপাস এলাকায় যানজট ক্রমাগত ভয়াবহ আকার ধারণ করছে। এসব স্থানে অবৈধ পার্কিং, রিক্সা ও যানবাহন, ফুটপাত ও রাস্তা দখল এবং নিয়ম না মানা চালকদের কারণে শহরে অনিয়ন্ত্রিত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

ইতোমধ্যে যানজট নিরসনের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির পরামর্শ অনুযায়ী দ্রুত বিভিন্ন কাজ বাস্তবায়ন করা হবে। তবে এ বিষয়ে সাদুল্লাপুরবাসীর সচেতনতা প্রয়োজন বলে সভায় উল্লেখ করা হয়।

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!