AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

“ভোট দিবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে” — ইয়াসিন আলী



“ভোট দিবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে” — ইয়াসিন আলী

রামগঞ্জের আকাশে আবারও কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং জনগণের ক্ষতি হতে পারে এমন কোনো কাজ করা যাবে না।

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ও লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইয়াসিন আলী।

র‌্যালিটি রামগঞ্জ শহরের নুর প্লাজার সামনে থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আয়োজন করা হয়।

ইয়াসিন আলী স্মৃতিচারণ করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালে স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তখন বলেছিলেন, “সবাই যখন ব্যর্থ হবে, স্বেচ্ছাসেবক দল সেখান থেকে আরম্ভ করবে।”

তিনি আরও বলেন, “বন্যার সময় মানুষের পাশে ছিল স্বেচ্ছাসেবক দল, দুর্যোগের সময় মানুষের পাশে ছিল স্বেচ্ছাসেবক দল। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ভোট দিবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে। আগামী দিনে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ৩১ দফা বাস্তবায়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের পাশে থাকতে হবে। যদি জনগণ আমাদের ভোট দেয়, ইনশাআল্লাহ আমরা সংসদে যাবো। সামনে কঠিন নির্বাচন, সেই নির্বাচন সহজ নয়। আমরা চাই সকল দলের সমন্বয়।”

ইয়াসিন আলী আরও উল্লেখ করেন, “জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যদি ধানের শীষে ভোট দেওয়া হয়, তাহলে আমরা সংসদে যেতে পারবো। আমরা ধানের শীষে ভোট চাইতে আসিনি; আমরা প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে এসেছি। আগামী দিনে মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”

অনুষ্ঠানটি রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব গোলাম রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক মোঃ মমিনুল ইসলাম এবং লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ হারুন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু, পৌরসভা বিএনপির আহ্বায়ক শেখ মোঃ কামরুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ রাব্বানী, যুগ্ম আহ্বায়ক এনায়েত উল্লা স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব স্বপন চৌকিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, সদস্য জাহাঙ্গীর আখন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

 

একুশে সংবাদ/ল.প্র/এ.জে

Link copied!