চট্টগ্রামের বোয়ালখালীতে আগ্নেয়াস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে সেনাবাহিনী। একই অভিযানে আরও এক ইয়াবা কারবারিকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোররাতে উপজেলার কধুরখীল ইউনিয়নে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন— মো. জাকির হোসেন (৭২), তার ছেলে মো. আরমান হোসেন জিশান (২৮) এবং জুবাইদ হোসেন রাব্বি (১৭)।
সেনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল কধুরখীল এলাকায় অভিযান চালায়। এ সময় ৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২টি দেশীয় পিস্তল, ৩টি দেশীয় অস্ত্র, ২টি হ্যান্ডস্টিক এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে আটক ব্যক্তিদের অস্ত্র ও জব্দকৃত মালামালসহ বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে