AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৩:৫৬ পিএম, ২১ আগস্ট, ২০২৫

কালাইয়ে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু

জয়পুরহাটের কালাই উপজেলায় বজ্রপাতে মো. আব্দুল মান্নান (৫৮) নামে এক আলু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম বেলতলী পাড়ার ফসলের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান ওই গ্রামের মৃত খয়বর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং এলাকার বিভিন্ন হিমাগারে আলু ক্রয়-বিক্রয়ের কাজ করতেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। প্রতিদিনের মতো সেদিনও আব্দুল মান্নান তার বাড়ির দুধেল গাভিগুলোর জন্য ঘাস কাটতে মাঠে যান। সেই সময় তিনি হিমাগারে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। বৃষ্টির মধ্যেই মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পথেই তার মৃত্যু নিশ্চিত হয়। এরপর মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়।

আকস্মিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, আব্দুল মান্নান ছিলেন সজ্জন, পরিশ্রমী ও দানশীল ব্যক্তি। কৃষি ও ব্যবসার পাশাপাশি তিনি পরিবারের দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করতেন।

নিহতের ছেলে রবিউল ইসলাম বলেন, “আমার বাবা প্রতিদিন হিমাগারে যাওয়ার আগে গাভিগুলোর জন্য ঘাস কাটতে মাঠে যেতেন। আজ সেই কাজ করতে গিয়েই বজ্রপাতে মারা গেলেন। আমরা ভাইবোনেরা বাবা হারা হলাম। তিনি আমাদের ছায়ার মতো ছিলেন। আজ থেকে আমরা আমাদের বটগাছ হারালাম। আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন।”

 

একুশে সংবাদ/জ.প্র/এ.জে

Link copied!