দিনাজপুরের পার্বতীপুরে এক যুগ পর তিন ভাগে বিভক্ত প্রেসক্লাব একত্রিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে সাংবাদিকেরা মূল প্রেসক্লাবে মিলিত হয়ে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে একসাথে পথ চলার সিদ্ধান্ত নেন। পার্বতীপুর প্রেসক্লাব এখন স্থানীয় সাংবাদিকদের একমাত্র পেশাগত সংগঠন হিসেবে কার্যকর হবে।
প্রসঙ্গত, ১৯৮০ সালে পার্বতীপুর উপজেলা শহরে সাংবাদিকদের পেশাগত সংগঠন হিসেবে “পার্বতীপুর প্রেসক্লাব” প্রতিষ্ঠিত হয়। নির্বাচিত কমিটির মাধ্যমে এটি পরিচালিত হয়ে আসছিল। তবে প্রায় এক যুগ আগে, ২০১০ সালের জুনে “পার্বতীপুর উপজেলা প্রেসক্লাব” নামে আরেকটি সংগঠন গঠিত হয়। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত শহরে দুটি প্রেসক্লাব কার্যকর ছিল।
ঐতিহাসিক ৩১ জুলাইয়ের পর স্থানীয় সাংবাদিকরা ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনের লক্ষ্যে সম্মিলিতভাবে প্রেসক্লাব কার্যালয়ে অবস্থান নেন। আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বিরোধ দেখা দেয়। এক অংশ বাহির হয়ে “পার্বতীপুর উপজেলা প্রেসক্লাব” নামে সংগঠন গঠন করে। এরপর তিনটি সংগঠন—পার্বতীপুর প্রেসক্লাব, পার্বতীপুর উপজেলা প্রেসক্লাব এবং পার্বতীপুর প্রেসক্লাব—শহরে বিভক্ত অবস্থায় কার্যকর হয়।
চলতি বছরের ৫ আগস্টের পরও কার্যনির্বাহী কমিটি সাধারণ সভা না করায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। দুই দফায় অনুষ্ঠিত সম্মিলিত সাংবাদিক সমাবেশের পর, বুধবার (২০ আগস্ট) দুপুরে শহীদ মিনার সড়কের সিঙ্গার মোড়ে পার্বতীপুর প্রেসক্লাব কার্যালয়ে অবস্থান ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক শামসুল হুদা, আতাউর রহমান, মোস্তাফিজুর রহমান বকুল, মামুনুর রশীদ, হাবিব ইফতেখার, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা আগামী ২২ আগস্ট বিকেল ৪টায় প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠনের উদ্দেশ্যে আলোচনাসভা করার বিষয়ে একমত হন। গঠিত আহ্বায়ক কমিটি পরবর্তী ২–৩ মাসের মধ্যে ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা করবেন বলে সম্মতি জানানো হয়।
একুশে সংবাদ/দি.প্র/এ.জে