নেত্রকোণার কেন্দুয়ায় মঙ্গলবার সকালে নুরুজ্জামান (৪০) নামের এক সিএনজি চালকের মরদেহ চিরাং ইউনিয়নের দুল্লী গ্রামের পাশে মরা বিল থেকে উদ্ধার করা হয়েছে। নিহত নুরুজ্জামান উপজেলার পাচার বড় বাড়ি গ্রামের মৃত মঙ্গল চানের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নুরুজ্জামান মঙ্গলবার সকালে বাড়ি থেকে সিএনজি নিয়ে বের হন, পরে সারাদিন কোনো খোঁজ মেলেনি। বুধবার সকালে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে এবং পাশে রক্তমাখা সিএনজি পড়ে ছিল। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে।
মরদেহ সনাক্ত করেছেন তার চাচা মুকুল মিয়া। ঘটনাস্থলে সিআইডি, পিবিআই, এএসপি সার্কেল ও থানার কর্মকর্তা উপস্থিত ছিলেন। নেত্রকোনা সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
কেন্দুয়া উপজেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে