গোপালগঞ্জের কাশিয়ানীতে দোলা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ২০ কেজি ৫২০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ লাখ ১৫ হাজার টাকা।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ভাটিয়াপাড়া গোলচত্ত্বর হাইওয়ে রোডে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মাহাতাব মনির ও ওয়াশিম সিদ্দিকী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে যাত্রী সেজে বিভিন্ন যাত্রীবাহী বাসে দেশের বিভিন্ন স্থানে পাচার করত।
উল্লেখ্য, তাদের বিরুদ্ধে পূর্বে মাদক আইনে দুইটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে