নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ আরিফ হোসেন (২৭) কে র্যাব-১০ ও র্যাব-১১ যৌথ অভিযানে আটক করেছে।
আসামি আরিফ হোসেন মুন্সীগঞ্জের গজারিয়া থানার লস্করদী এলাকার মোঃ সানাউল্লাহ মিয়ার ছেলে। মুন্সীগঞ্জের বিজ্ঞ আদালত গজারিয়া থানার মামলা নং ১৪(০৩)১১ অনুযায়ী পেনাল কোড ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০,০০০ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।
র্যাব সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে গত ১৯ আগস্ট সন্ধ্যা ৭:৪০টায় বারদী বাজার থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে