রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন তমিজুদ্দিন মৃধা পাড়ার মো. ছামাদ মোল্লার ছেলে মো. আ. ছালাম মোল্লা (২৬)।
থানা সূত্রে জানা গেছে, মামলার এজাহারে উল্লেখ রয়েছে যে, গত ০৭ জুলাই রাত ১১টার দিকে বিবাদী ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম থানায় হাজির হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-৩১, তারিখ ১৯ আগস্ট ২০২৫; জি.আর. নং-২৭৪, তারিখ ১৯ আগস্ট ২০২৫।
এরই প্রেক্ষিতে মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই সেলিম মোল্লা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে দৌলতদিয়া ৭নং ওয়ার্ডের সৈদালপাড়া এলাকায় রশিদ শিকদারের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২০ আগস্ট) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে