পটুয়াখালীর বাউফলে স্বেচ্ছাসেবী সংগঠন স্প্রেইড হিউম্যানিটি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় মানবিক সহায়তা হিসেবে ২৫টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেছে। বুধবার সকাল ১১টায় নাজিরপুর ইউনিয়নের ধানদী, বড় ডালিমা ও কালাইয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে কার্যক্রমটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আরেফিন রিফাত, শিক্ষা ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত অর্থ বিষয়ক সম্পাদক রায়হান হোসেন, চিকিৎসা বিষয়ক সম্পাদক তানভীর ইসলাম, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য বায়েজিদুর রহমান, এবং সদস্যরা আদিবা, জেবিকা, সাইমুন ও মেহেদী হাসান।
দায়িত্বশীলরা বলেন, তারা সবসময় মানবিক কার্যক্রমে নিয়োজিত থাকেন। এর আগে ফেনীর বন্যার্তদের জন্য অর্থ সহায়তা, চন্দ্রদ্বীপে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিশু অপারেশনের জন্য আর্থিক সাহায্য এবং ঈদুল ফিতর ও আযহায় গরীব-অসহায়দের পাশে দাড়ানোর কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সংগঠনটি সকল হৃদয়বান ব্যক্তিকে অনুদানের মাধ্যমে মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানাচ্ছে।
একুশে সংবাদ/প.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

