জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান আলমডাঙ্গায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুদি দোকান, জ্বালানি গ্যাস ও সার-বীজের দোকানগুলোতে তদারকি করা হয়।
তদারকিকালে মেয়াদোত্তীর্ণ ম্যাগনেসিয়াম সার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারায় বিসিআইসি সার ডিলার মো. আব্দুল বারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অপরাধে একই আইনের ৩৭ ও ৫১ ধারায় মেসার্স ফাতেমা স্টোরের স্বত্বাধিকারী মো. আব্দুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের প্রতি বাজারে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত ও যৌক্তিক দামে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন পণ্য বা ওষুধ-বীজ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহফুজ রহমান, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে