“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় পলাশ উপজেলা কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
বেলা ১১টায় পলাশ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবক্কর সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন।
আলোচনা সভা শেষে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ মৎস্য চাষিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে