AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত



সাদুল্লাপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপুর্ব ভট্টাচার্য, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা শফিকুল ইসলাম, সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক এবং সফল মৎস্য খামারি আবু সাইদ ও মো. নুরুল ইসলাম।

বক্তারা মৎস্যসম্পদ রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা মাছের ক্ষতিকর খাবার ব্যবহার বন্ধ করা এবং পোনা নিধনে অবৈধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!